ভারতের মাটিতে সিরিজ জিততে চান ল্যাঙ্গার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২০, ১৪:১৬
অ- অ+

ভারতকে স্থানচ্যূত করে টেস্টে এক নম্বর জায়গা দখল করার পর এবার পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর বক্তব্য, ভারতের মাটিতে সিরিজ জেতাই তাঁদের চূড়ান্ত লক্ষ্য।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাঙ্গার বলেছেন, ‘এই র‌্যাঙ্কিং কতটা ঠুনকো, সেটা আমরা জানি। তবে এটা এই মুহূর্তে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। আমাদের দলকে যে জায়গায় নিয়ে যেতে চাই, তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। তবে গত দু’বছর ধরে আমরা শুধু মাঠেই না, মাঠের বাইরেও ভাল পারফরম্যান্স দেখিয়েছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা অবশ্যই আমাদের লক্ষ্য। তবে ভারতের মাটিতে ভারতে হারাতে হবে। ওরা যখন অস্ট্রেলিয়া সফরে আসবে, তখনও ওদের হারাতে হবে।’

ল্যাঙ্গার আরও বলেছেন, ‘সেরা দলকে হারাতে পারলে তবেই নিজেদের সেরা বলা যায়। আমাদের সামনে কঠিন লড়াই। এক নম্বর দল হওয়া দুর্দান্ত বিষয়। তবে যে দল এক নম্বর হয়, সবাই তাদের তাড়া করে। আমরা বেশ কিছুদিন ধরে অন্য দলকে তাড়া করেছি। এবার অন্যরা আমাদের তাড়া করবে। তাই নিজেদের পারফরম্যান্সের উন্নতি করতে হবে। বিশ্বকাপ জেতা অত্যন্ত কঠিন। সবকিছু ঠিকঠাক থাকতে হবে। তবে আশা করি অ্যারন ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ জিততে পারবে।’

(ঢাকাটাইমস/০৩ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা