শিগগিরই বাজারে আসছে নতুন পোকোফোন

২০১৮ সালে সর্বপ্রথম বাজারে আসে পোকাফোন এফ ওয়ান। টেক দুনিয়ায় এই ফোন দুর্দান্ত সাড়া ফেললেও এখনও এই ফোনের পরবর্তী ভার্সন বাজারে আসেনি। তাই অনেক দিন ধরেই পোকো এফ টু ঘিরে জল্পনা চলছিল। এবার অপেক্ষার অবসান হতে চলেছে? সম্প্রতি এই টুইটার পোস্টে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শিগগিরই নতুন স্মার্টফোন বাজারে আসবে পারে।
টুইটার পোস্টে একাধিক টুইটারে স্ক্রিনশট দেখানো হয়েছে। এই সব টুইটেই পোকো এফ টু লঞ্চ ঘিরে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এর পরেই স্ক্রিনের উপরে ভেসে উঠেছে #WakeUpPOCO। অর্থাৎ শিগগিরই পোকো এফ টু লঞ্চ হতে পারে।
সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে রেডমি কে ৩০ প্রো। নাম বদলে ভারতে পোকো এফ টু নামে এই ফোন লঞ্চ হওয়ার খবর সামনে এসেছিল।
(ঢাকাটাইমস/৫মে/এজেড)

মন্তব্য করুন