মৌলভীবাজার সদর হাসপাতাল সাময়িক বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৭:৩৬
অ- অ+

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, এ ভাইরাস যাতে আরো ছড়িয়ে না পড়ে- এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ড. সুব্রত কুমার রায় স্বাক্ষরিত বুধবার এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

তবে জরুরি বিভাগ, ফিভার কর্নার, করোনা আইসোলেশন, ডায়ালোইসিস সেবা চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ হাল থাকবে।

হাসপাতাল বন্ধের সময়ে নির্দেশনার মধ্যে রয়েছে- করোনা ছাড়া অন্য কোনো রোগী ভর্তি করা যাবে না। বহির্বিভাগ, অভ্যন্তরীণ বিভাগ এবং অপারেশন বন্ধ থাকবে। জরুরি সেবা প্রদানকারীরা থাকা-খাওয়ার নির্ধারিত স্থানে অবস্থান করে জরুরি সেবা দেবেন।

আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার খবরের দায়িত্ব দুজন চিকিৎসক পালন করবেন।

পরপর তিন দিন হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক ছিটানো অব্যাহত থাকবে।

যেসব বিভাগ চালু থাকবে: জরুরি বিভাগ, ফিভার কর্নার, করোনা আইসোলেশন, ডায়ালোইসিস সেবা চালু থাকবে।

প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

প্রসঙ্গত, সোমবার পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মকর্তা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড়, শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আ.লীগ উইল নেভার কাম ব্যাক: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা