খাগড়াছড়িতে চিকিৎসাধীন আসামি পালিয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৭:৫৯
অ- অ+

খাগড়াছড়িতে চিকিৎসাধীন অবস্থায় এরাকো চাকমা নামে এক আসামি হাতকড়াসহ পালিয়েছে। বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে ক্লোজ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৬ মে ভোরে জেলার পানছড়িতে জনৈক আব্দুর রহিম মিয়ার বাড়িতে চুরি করতে গিয়ে একই উপজেলার মানিক্কা পাড়ার বাসিন্দা আবোদা চাকমার ছেলে এরাকো চাকমা হাতেনাতে ধরা পড়ে। এ সময় জনতার গণধোলাইয়ে আহত হয় এরাকো চাকমা। তাকে পুলিশ পাহারায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে এরাকো চাকমা হাতকড়াসহ পালিয়ে যায়।

খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়ার আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে আপাতত ক্লোজ করা হয়েছে। পরে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৭মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা