লালমনিরহাটে এক পরিবারের ৫ জনসহ নয়জনের করোনা

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২০, ১১:০২| আপডেট : ০৮ মে ২০২০, ১১:২১
অ- অ+

লালমনিরহাটের দুই উপজেলায় একই পরিবারের পাঁচ জনসহ নয়জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আদিতমারী উপজেলায় আটজন এবং হাতীবান্ধা উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এই তথ্য নিশ্চিত করেছেন। মোট আক্রান্তদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান (কল্লোল) বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, গাজীপুর থেকে ফেরত আসা করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসা একই পরিবারের পাঁচজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে আছেন তার বোন (১৪), ভাই (১৬), স্ত্রী (১৮), দাদী (৬৫) এবং বাবা (৪৩)। তাদের সবার বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামে।

ওই বাড়ির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ১৮ এপ্রিল রাত থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলশেনে চিকিৎসাধীন আছেন।

এছাড়াও আক্রান্তের তালিকায় আছেন ওই রোগীর সংস্পর্শে আসা আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টাফ নার্স (৪৬), হাসপাতালের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী (৩০)।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মনসুর উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্তদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বাকিদের চিকিৎসার ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নেবেন।

এছাড়া হাতিবান্ধা উপজেলায় নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তিনিও সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। ২৬ বছর বয়সী ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ঢাকাটাইমস/৮মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের কেউ অনৈতিক কাজ ও অপরাধ করলে কঠোর ব্যবস্থা: বিএনপির সতর্কতা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা