পেটে মিলল ইয়াবা, ১৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২০, ২১:২৫
অ- অ+

রাজধানীর শ্যামলী শিশু মেলার সামনে থেকে প্রায় আড়াই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে অভিযানে গ্রেপ্তার দুজন হলেন, বাবুল আকন ও সুমন কামাল।

রাতে র‌্যাব-২ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পেটের ভেতর বিপুল পরিমাণ ইয়াবা বিশেষ কায়দায় লুকিয়ে বহন করার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে কামাল পেটে ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে পেট থেকে ৫৫টি পলিথিন মোড়ানো প্যাকেট (২৪৭৫ পিস ইয়াবা) বের করা হয়। এসময় গ্রেপ্তার আরেকজনের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাবকে জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১২মে/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা