টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অগ্নিসংযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২০, ১৬:৩৯| আপডেট : ১৪ মে ২০২০, ১৬:৪২
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশনরোড এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন কয়েক হাজার শ্রমিক। বিক্ষোভের এক পর্যায়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শ্রমিকদের বিক্ষোভের এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকরা জানান, করোনা পরিস্থিতির কারণে সরকারি নির্দেশে বন্ধ ছিল টঙ্গীর বিসিক এলাকার পোশাক কারখানাগুলো। সম্প্রতি কারখানা আবারও চালু হলে কাজ শুরু করেন তারা। কিন্তু এরই মাঝে কয়েকটি কারখানায় গত মাসের বেতন বকেয়া পড়ে যায়। এ নিয়ে শ্রমিক ও কারখানার মালিকপক্ষের মাঝে বাকবিতণ্ডা হলেও কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় নি। গত কয়েকদিন ধরে শ্রমিকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়। এরই ফলস্বরূপ তারা এ বিক্ষোভ করেন।

ঢাকাটাইমস/১৪মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা