বোনাসের টাকায় যশোরের চার পুলিশ সদস্যের ইফতার বিতরণ

বোনাসের টাকায় ছিন্নমূল ও অসহায়দের ইফতার বিতরণ করেছেন যশোর পুলিশ মিডিয়াসেলে কর্মরত চার কনস্টেবল। শত ব্যস্ততার মাঝেও বিতরণের জন্য নিজেরাই ইফতার তৈরি করে তা প্যাকেট করেন তারা। বৃহস্পতিবার বিকালে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব ইফতার বিতরণ করেন এ চার পুলিশ সদস্য।
শহরের গরীব শাহ্ মাজার, দড়াটানা মোড়, চিত্রার মোড়, চৌরাস্তা, মনিহার, রেল গেইট, চাঁচড়া, আরবপুর, পালবাড়ী এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পুলিশ মিডিয়াসেলে কর্মরত কনস্টেবল সোহেল বলেন, ‘করোনা পরিস্থিতিতে যশোর জেলার পুলিশ সুপার আশরাফ হোসেন কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিয়ে যাচ্ছেন। আমরা মূলত তার এসব মহতী কার্যক্রম দেখেই এরকম পদক্ষেপ নিয়েছি।’
ঢাকাটাইমস/১৪মে/পিএল

মন্তব্য করুন