করোনার টিকা পেতে লাগবে এক বছর: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ১২:১১

কোভিড-১৯ এর সম্ভাব্য বেশ কয়েকটি ভ্যাকসিন বা টিকা পরীক্ষা এরইমধ্যে শুরু হয়েছে৷ কিন্তু সেগুলো কবে নাগাদ চূড়ান্ত হবে? ইউরোপীয়ান মেডিকেল এজেন্সি বলছে সেগুলো অনুমোদনের পর্যায়ে আসতে সময় লাগবে অন্তত এক বছর৷

বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ প্রস্তুতকারক থেকে শুরু করে গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের লড়াই চালিয়ে যাচ্ছে৷ এখন পর্যন্ত ১১৫ টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস বা সিইপিআই৷ এরমধ্যে মানবদেহে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে৷ তবে সেগুলো কবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না৷

ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি ইএমএ বলছে খুব দ্রুত হলেও এই টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে৷ সংস্থাটির প্রধন মার্কো ক্যাভালেরি বলেছেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগুলে এখন থেকে এক বছরের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকে কয়েকটি (টিকা) অনুমোদনের জন্য প্রস্তুত হতে পারে৷’ খবর ডয়চে ভেলের।

সাধারণত কোন রোগের প্রতিষেধক আবিষ্কারে বছরের পর বছর সময় লেগে যায়৷ তবে কোভিড ১৯ মহামারির ক্ষেত্রে বিভিন্ন দেশের এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা ও অনুমোদনের ধাপগুলো দ্রুত শেষ করার পদক্ষেপ নিয়েছে৷ করোনা ভাইরাস দূর করাও এখন নির্ভর করছে কত দ্রুত টিকা আবিষ্কার হবে তার উপরেই৷

ক্যাভালেরি বলেন, ‘আমরা যা দেখতে পাচ্ছি তার উপর নির্ভর করে কিছু পূর্বাভাষ দেয়া হচ্ছে মাত্র৷ তারপরও বলতে হবে (এক বছরের মধ্যে টিকা পাওয়া) এটা সবচেয়ে ভাল পরিস্থিতির বিবেচনায়৷ যতগুলো টিকা নিয়ে কাজ করা হচ্ছে তার সবগুলো হয়তো অনুমোদন পাবে না এবং (সেগুলো) হারিয়ে যাবে৷ ’

ইউরোপীয় দেশগুলো টিকা আবিষ্কারে কয়েকশো কোটি ডলার খরচের প্রতিশ্রুতি দিয়েছে৷

ঢাকা টাইমস/১৭মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

হজ ভিসায় নতুন বিধিনিষেধ আরোপ করল সৌদি

ভারতে লোকসভা নির্বাচন: তৃতীয় দফায় ১১ রাজ্যের ৯৩ আসনে ভোটগ্রহণ চলছে

যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ হামাসের, তবে ‘বল ইসরায়েলের কোর্টে’

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

এই বিভাগের সব খবর

শিরোনাম :