ঘূর্ণিঝড় আম্পান: ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চল প্লাবিত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২০, ১৭:৫৩
অ- অ+

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বুধবার বেলা বাড়ার সাথে সাথে চরফ্যাশনের ঢালচর, চরপাতিলা, মনপুরার কলাতলীর চর, চরনিজাম ৩-৪ ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে। চরনিজাম ও কলাতলীর চরে আশ্রয়কেন্দ্রের রাস্তার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও বেড়ির বাইরে ও বিচ্ছিন্ন চরাঞ্চলে থাকা মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে কাজ করছে উপজেলা প্রশাসন।

অপরদিকে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া চরফ্যাশনের ঢালচর ও চর পাতিলা এলাকার লোকজনকে গতকালই বিভিন্ন ট্রলার যোগে মূলভূখণ্ডে নিয়ে আসা হয়েছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, ইতোমধ্যে কলাতলীর চর ও চরনিজামে জোয়ার পানি উঠেছে। সেখানকার আশ্রয়কেন্দ্রে আসা লোকজনদের খাবার দেওয়ার জন্য চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ, সিপিপির সদস্যরা মানুষকে নিরাপদ আশ্রয়ে আনতে কাজ করে যাচ্ছে। মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২০মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা