বড়লেখায় তিনজন চিকিৎসকের করোনা শনাক্ত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২০, ২৩:৫০
অ- অ+

মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ন্যাশনাল হাসপাতাল অব মেডিসিন অ্যান্ড ল্যাব রেফারেন্স সেন্টারে পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্ত তিনজনই বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক। এদের মধ্যে একজন নারী এবং অন্যরা পুরুষ। তারা প্রত্যেকেই হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার ঢাকার ন্যাশনাল হাসপাতাল অব মেডিসিন অ্যান্ড ল্যাব রেফারেন্স সেন্টারে পরীক্ষার রিপোর্টে হাসপতালের একজন ওয়ার্ডবয়ের করোনা পজিটিভ আসে। এদিনই চিকিৎসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার হাসপতালে কর্মরত তিনজন চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত তিনজন চিকিৎসকের মধ্যে একজন নারী বাকি দুজন পুরুষ। তাদের কারো শরীরে উপসর্গ দেখা দেয়নি। হাসপাতালের স্টাফ কোয়ার্টারে তারা বসবাস করেন । তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে ।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বৃহস্পতিবার রাত ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের হাসপতালে কর্মরত তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের শরীরে উপসর্গ নেই। তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা আটজন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

(ঢাকাটাইমস/২১মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা