‘সব দুর্যোগে মানুষের পাশে সরকার’

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৭:১৯
অ- অ+

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পাঁচ হাজার টাকা করে পেয়েছে ৫৮টি মসজিদ। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মসজিদের সভাপতির হাতে নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ। পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার মেয়রের কাছে শতাধিক পার্সোনাল প্রটেক্টিভ ইকুইমেন্ট (পিপিই) ও মাস্ক প্রদান করেন প্রতিমন্ত্রী পলক।

প্রতিমন্ত্রী পলক বলেন, পৃথিবীতে যে পরিমাণ সম্পদ রয়েছে তার সুষম বণ্টন করা গেলে পৃথিবীতে কারো অভাব থাকার কথা নয়। কিন্তু একজন মানুষের লোভ পুরো পৃথিবীর সকল সম্পত্তি দিয়েও মেটানো সম্ভব নয়।

তিনি আরো বলেন, বৈশ্বিক করোনাভাইরাসের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিগত দুই মাসে আমার নির্বাচনী এলাকার প্রায় ৭০ হাজার নিম্মবিত্ত, মধ্যবিত্ত, কর্মহীন, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা ও ঈদ শুভেচ্ছা পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সকল দুর্যোগে সার্বক্ষণিক মানুষের পাশে আছে।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা