প্রসাধন সামগ্রীতে কত খরচ করেন পুরুষরা?

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৭:৫১
অ- অ+

প্রসাধন সামগ্রীতে কত খরচ করেন পুরুষরা?

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস

জানেন কী প্রসাধন সামগ্রী কিনতে কত খরচ করেন পুরুষরা?

রূপচর্চাতেও মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে মেতেছে ছেলেরাও। ১০ বছর আগেও যেখানে পুরুষরা নিজেদের জন্য ফেসওয়াশ এবং ক্রিম পর্যন্ত কিনতেন না অথচ এখন শুধু প্রসাধনীর জন্য বছরে খরচ করছে হাজার কোটি টাকা। শেভিং কিট থেকে ফেসওয়াশ, ডিও, শ্যাম্পু, কন্ডিশনার, বাদ পড়ছেনা বিউটি ক্রিমও! সবই থাকছে ছেলেদের শপিং লিস্টে।

শুধুমাত্র ‌ডেটিং কিংবা বিয়ের সময় নিজেকে সুন্দর-সুদর্শন দেখাতেই নয়, সচেতনতা বেড়েছে নিজেকে স্মার্টভাবে গুডলুকিং করে উপস্থাপনের। কথায় আছে 'পহেলা দর্শনধারী ফের গুণবিচারি' সেটাকেই মাথায় রেখেছে আজকের পুরুষ সমাজ। শুধু মেয়েদের মন জয় করতে নয়, বরং কাজের ক্ষেত্রেও উন্নতির জন্যই পুরুষরা এখন নিজেদের দিকে খেয়াল রাখতে শুরু করেছেন।

সম্প্রতি ‘নিয়েলসন’ একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতে জানানো হচ্ছে শুধু পুরুষ–প্রসাধনীর বাজার হাজার হাজার কোটি টাকা বেড়েছে এবং তা বেড়েই চলেছে।

ওই প্রতিবেদনে রূপচর্চার প্রতি পুরুষের নজর দেওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে, রূপচর্চার জন্য প্রত্যেক পুরুষের আত্মবিশ্বাস বাড়ে এবং গ্ল্যামার বাড়লে কাজের ক্ষেত্রেও অন্য সহকর্মীদের চেয়ে তাকে এগিয়ে রাখতে সাহায্য করে।

পুরুষের প্রসাধন সামগ্রীও কিন্তু নারীদের তালিকা থেকে খুব কম নয়। পুরুষের ত্বক অনুযায়ী ক্রিম, লোশন, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ফেসওয়াশ, স্ক্রাবার, পারফিউম, হেয়ার জেল ও শেভিং জেল রয়েছে নিয়মিত কেনার লিস্টে।

আপনার সংগ্রহে সব আছে তো? নিজেকে স্মার্টলি গুছিয়ে উপস্থাপন করা কিন্তু শুধু নারীর জন্যই গুরুত্বপূর্ণ নয়, পুরুষের জন্যও সমান জরুরি। তাই আপনার জন্য পারফেক্ট কোন বিউটি প্রোডাক্ট তা কিন্তু স্কিনটোন অনুযায়ী মিলিয়ে নেঅয়ার দায়িত্বও আপনার। তবে প্রসাধনী কেনার সময় অবশ্যই ভালোমানের পণ্য কিনুন।

(ঢাকাটাইমস/২৩মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা