আনোয়ারায় ভূমি বিরোধের জেরে কিশোর খুন

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভূমি বিরোধের জের ধরে মাসুদুল আলম সিকদার (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা। তার চাচাতভাই ওসমান, ইমরান ও হারুন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদুল আলম দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী ও হুন্দীপপাড়া এলাকার নুরুল আনোয়ারের দ্বিতীয় ছেলে।
এলাকাবাসী জানায়, ৯ নম্বর ওয়ার্ড হুন্দীপপাড়া গ্রামের আনোয়ার ও তার ভাই নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বুধবার সকাল ৮টার দিকে মাসুদুল আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার চাচাতভাই ওসমান, হারুন ও ইমরান মিলে পিটিয়ে হত্যা করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ওসমান, ইমরান ও হারুন একাধিক মামলার আসামি বলে জানা গেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, খুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা নুরুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।
(ঢাকাটাইমস/২৭মে/কেএম)

মন্তব্য করুন