আনোয়ারায় ভূমি বিরোধের জেরে কিশোর খুন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ১৮:৩০
অ- অ+

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভূমি বিরোধের জের ধরে মাসুদুল আলম সিকদার (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা। তার চাচাতভাই ওসমান, ইমরান ও হারুন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদুল আলম দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী ও হুন্দীপপাড়া এলাকার নুরুল আনোয়ারের দ্বিতীয় ছেলে।

এলাকাবাসী জানায়, ৯ নম্বর ওয়ার্ড হুন্দীপপাড়া গ্রামের আনোয়ার ও তার ভাই নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বুধবার সকাল ৮টার দিকে মাসুদুল আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার চাচাতভাই ওসমান, হারুন ও ইমরান মিলে পিটিয়ে হত্যা করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ওসমান, ইমরান ও হারুন একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, খুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা নুরুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।

(ঢাকাটাইমস/২৭মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্র খুন
সেনাপ্রধানের বক্তব্যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন: বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
যশোরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যা
অপ্রত্যাশিত বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে: হাসনাত আব্দুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা