টঙ্গীবাড়ীতে নিখোঁজ অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ১৮:৩৫
অ- অ+

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিখোঁজের তিন দিনপর শাহাবদ্দিন (২২) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর উপজেলার কুরমিরা এলাকার একটি নির্জন জমি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন উপজেলার চাষীরি গ্রামের আবুল শেখের পুত্র।

এর আগে গত ২৪ মে থেকে অটোসহ নিখোঁজ ছিলেন তিনি।

টঙ্গীবাড়ী থানার ওসি শাহ আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে করমিরা হাশেম হালদারের ছাড়া ভিটা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। গত ২৪ তারিখ রবিবার বেলা ১১টা পর্যন্ত স্থানীয়রা তাকে অটোরিকশা চালাতে দেখেছে। এরপরই অটোসহ নিখোঁজ হয় সে।

নিহতের মৃত্যুর কারণ জানা যায়নি, তবে পূর্বশত্রুতা অথবা অটো ছিনতাই চক্র তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হয়েছে। তার অটোরিকশাটি উদ্ধার করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা