করোনায় মৃত ১৪ পুলিশ পরিবারকে ওয়ালটনের অনুদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ২০:৩৪
অ- অ+

করোনাযুদ্ধে দেশ ও জনগণের সুরক্ষা-সেবা নিশ্চিত করতে গিয়ে আত্মোৎসর্গকারী ১৪ জন পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারের জন্য এক লাখ টাকার অনুদান দিয়েছে ওয়ালটন গ্রুপ।

বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের কাছে অনুদানের টাকা তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি।

করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ও অসামান্য অবদানের কথা উল্লেখ করে ওয়ালটন গ্রুপের প্রতিনিধি বলেন, বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।

এ সময় বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।

চলমান করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী বাংলাদেশ পুলিশ। এ কারণে অনেক ঘাত-প্রতিঘাত সবার আগে পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে। তবুও একবিন্দু দমে না গিয়ে শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮মে/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা