২ জুন থেকে খুলছে বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ১৭:৪৩
অ- অ+

সরকারি সিদ্ধান্ত অনুসরণ করে আগামী ২ জুন থেকে সীমিত পরিসরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো এবং শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোরাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তমতে ৩১ মে থেকে সব সরকারি/আধাসরকারি/শায়ত্বশাসিত এবং বেসরকারি অফিসগুলো নিজস্ব ব্যবস্থাপনায় খোলা থাকবে। এই বিশ্ববিদ্যালয় গত ১৭ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটি আছে। সুতরাং সরকারের নির্দেশনা প্রতিপালনের জন্য ২ জুন থেকে এই বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ফ্যাকাল্টি প্রধান/বিভাগীয় প্রধান/দপ্তর প্রধানের তত্ত্বাবধানে সীমিত আকারে পরিচালিত হবে।

সংশ্লিষ্ট ফ্যাকাল্টি প্রধান বিভাগীয় প্রধান/দপ্তর প্রধানরাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদেরকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

(ঢাকাটাইমস/২৯মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদল কমিটি ঘোষণার জেরে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
তোফায়েল বনাম শেখ সেলিম: আ.লীগের রাজনীতিতে কে বেশি ক্ষমতাবান ছিলেন?
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা