২৩ জুন কোর্টে ফিরতে যাচ্ছেন মারে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ২০:০৫
অ- অ+

সর্বশেষ ইনজুরি থেকে সুস্থ হয়ে আগামী ২৩ জুন টেনিস কোর্টে ফিরছেন অ্যান্ডি মারে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার (এনএইচএস) সাহায্যার্থে একটি প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করেছেন মারের ভাই জেমি। এই ম্যাচ দিয়েই আবার খেলায় ফিরছেন মারে।

জেমি রুদ্ধদ্বার গ্যালারিতে আয়োজিত প্রদর্শনী প্রতিযোগিতাটির নাম দিয়েছেন- স্ক্রোডার্স ব্যাটল অব দ্য ব্রাইটস।

প্রতিযোগিতাটি চলবে ২৩ থেকে ২৮ জুন। লন্ডনের লন টেনিস অ্যাসোসিয়েশনের রোহ্যাম্পটন বেসে অনুষ্ঠিত হবে খেলাগুলো। যেখানে লড়বেন, এন্ডি ও জেমি, ব্রিটিশ খেলোয়াড় কাইল এডমুন্ড ও ড্যান ইভান্স।

প্রতিযোগিতাটি অ্যামাজন প্রাইমে সরাসরি সম্প্রচারিত হবে এবং জাতীয় স্বাস্থ্য সংস্থার জন্য এখান থেকে কমপক্ষে ১ লাখ ২২ হাজার ডলার আয় হবে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাসের কারনে এটিপি ও ডব্লুটিএ টুর্নামেন্ট স্থগিত রয়েছে। গত নভেম্বরে ডেভিস কাপের ফাইনালের পর আবারো মাঠে ফিরতে যাচ্ছেন মারে। যা তার ভক্তদের জন্য সুখবর বটে।

জেমি মারে বলেন, ‘গত কয়েক মাস সকলেরই জন্য চ্যালেঞ্জিং সময় যাচ্ছে এবং আমরা এই ইভেন্টটিকে ফিরে আসার উপায় হিসেবে দেখছি।’

তিনি আরও বলেন, ‘এটি আয়োজন করতে অনেক কাজ করতে হয়েছে এবং আবারো টেনিসকে কোর্টে ফেরাতে পেরে আমরা রোমাঞ্চিত। এনএইচএসের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে তারা দুর্দান্ত কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে।’

লকডাউনের আগে ইনজুরিতে পড়েছিলেন মারে। হাড়ের ইনজুরির তিন মাস ধরে বিশ্রামেই ছিলেন ৩৩ বছর বয়সী মারে।

(ঢাকাটাইমস/২৯ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা