ফরিদপুরে করোনায় আরো ২৫ জন আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ২২:১৩
অ- অ+

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৭০ জন। ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরে নতুন করে যে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদর ও ভাঙ্গায় ৫ জন করে, চরভদ্রসনে ৪ জন, বোয়ালমারীতে ও নগরকান্দায় ৩ জন করে, মধুখালী ও সদরপুরে ২ জন করে এবং সালথায় ১ জন। আক্রান্তের মধ্যে ৪ জন নারী ও ২১ জন পুরুষ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর মোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪ জনের। এর মধ্যে ফরিদপুরের ২৫, গোপালগঞ্জে ১৭, রাজবাড়ীতে ১ ও সিরাজগঞ্জে ১ জন।

তিনি বলেন, ফরিদপুর সদরে রয়েছে যে পাঁচজন তারা হলো, বিলমাহমুদপুরের মায়া ইসলাম রিনা, শহরের পূর্ব খাবাসপুরের-আহসানুল হক, আলাউদ্দিন খান সড়কের-রাশেদ জাহাঙ্গীর ও রুমানা আক্তার ঈশিতা- এবং গোয়ালচামট মাইশা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নতুন করে যে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে- তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান বুলু জানান, এ পর্যন্ত ফরিদপুর করোনা ইউনিটে ভর্তি রোগী সংখ্যা রয়েছে ৩৯ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ জন।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা