নকিয়া আনল নতুন তিন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২০, ১০:০৬
অ- অ+

নতুন তিন ফোন আনল নকিয়া। এগুলো হলো নকিয়া সি৫ এন্ডি, নকিয়া সি২ টাভা এবং নকিয়া সি২ টেনেন।

নকিয়া সি৫ এন্ডি মডেলে থাকছে পেছনে তিন ক্যামেরা। এই ফোনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। অন্যদিকে নকিয়া সি২ টাভা ও নকিয়া সি২ টেনেন এর পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। এছাড়াও ডিসপ্লের উপরে ও নিচে থাকছে বেজেল। নকিয়ার নতুন তিন ফোনেই অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেম চলবে।

নকিয়া সি৫ এন্ডির দাম ১৬৯.৯৯ ডলার। ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

নকিয়া সি২ টেনেন এর দাম ৬৯.৯৯ ডলার। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রমে ফোনটি পাওয়া যাবে। সর্ব শেষ মডেল নকিয়া সি২ টাভার দাম ১০৯.৯৯ ডলার। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রমে এই ফোন পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/৩০মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা