মাদারীপুরে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৩:০৬
অ- অ+

মাদারীপুরে রবিবার করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। আলমগীর হোসেন নামের ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলার কেন্দুয়া এলাকা। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, আলমগীর হোসেন শ্বাসকষ্টে ভুগছিলেন। তার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৯ মে) আরেক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে মৃত্যুবরণ করেন। তার নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০০ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৫ জন, শিবচর উপজেলায় ২৭ জন, রাজৈর উপজেলায় ৩৫ জন এবং কালকিনি উপজেলায় ১৩ জন। এর মধ্যে দুইজন মারা গেছেন।

ঢাকাটাইমস/৩১মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা