শর্তসাপেক্ষে খুললো আল আকসা মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৮:০৬
অ- অ+

করোনাভাইরাসের কারণে কয়েক সপ্তাহ বন্ধ রাখার পর খুলে দেয়া হয়েছে ইসলামে তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ। এসময় কয়েক শত মুসল্লি মসজিদ প্রাঙ্গনে ঢুকলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

করোনাভাইরাসের কারণে মসজিদটি কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল। এমনকি পবিত্র রমজান মাসেও মুসল্লিরা সেখানে নামাজ পড়তে পারেনি। মুসল্লিদেরকে মুখে মাস্ক পরে মসজিদে ঢুকতে বলা হয়েছে। এছাড়া নিজ নিজ জায়নামাজ সাথে করে নিয়ে আসার জন্য বলা হয়েছে। খবর বিবিসির।

সৌদি আরবেও মসজিদ খুলে দেওয়ার আগে কর্তৃপক্ষের তরফে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষকে টেক্সট মেসেজ পাঠিয়ে বলা হয়েছে দুই মিটার দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে। হ্যান্ডশেক ও কোলাকুলি করা থেকে বিরত থাকতে বলেছে সৌদি প্রশাসন।

লোকজনকে বলা হয়েছে বাড়ি থেকে ওজু করে মসজিদে আসতে। কারণ মসজিদের ওজুখানা বন্ধ থাকবে। এছাড়াও সব নামাজ ১৫ মিনিটেরই মধ্যে শেষ করতে বলা হয়েছে। সারা দেশের সব মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ আল-হারাম বন্ধ রাখা হয়েছে।

ঢাকা টাইমস/৩১মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা