টঙ্গীতে করোনা উপসর্গে ও আক্রান্তে দুই শিক্ষকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৯:৩৬
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে করোনায় আক্রান্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস ক‌লেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক। শনিবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়িতে মৃত্যু হয় তার। এদিকে রবিবার ভোরে নিজ বাড়িতে ‌করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিসের।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চিকিৎসক নাজিম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় অধ্যাপক ফারুকের। রবিবার সকালে তার নমুনা পরীক্ষায় জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার রাতেই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়াম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে তার দাফন সম্পন্ন হয়।

অন্যদিকে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান নিহত শিক্ষক আনিসের পরিবারের বরাত দিয়ে জানান, কয়েকদিন যাবত জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন শিক্ষক আনিস। শনিবার সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকের চেম্বারে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। রাতে তার অবস্থার অবনতি হলে ভোরে মৃত্য হয় তার যান। রবিবার সকালে হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা তার দাফন সম্পন্ন করেন।

ঢাকাটাইমস/৩১মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
জমি বিরোধের জেরে দুই লাখ টাকায় স্ত্রীকে হত্যা, ৪ আসামি গ্রেপ্তার
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা