করোনাকালে ঢাকা ছেড়েছেন ২৭৪৪ ব্রিটিশ নাগরিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ২০:৪৩| আপডেট : ৩১ মে ২০২০, ২০:৫৮
অ- অ+

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকেপড়া যুক্তরাজ্যের নাগরিকদের শেষ ফ্লাইটি ২৯০ জন ব্রিটিশ নাগরিক নিয়ে রবিবার বিকালে ঢাকা ছেড়েছে। এটি তৃতীয় দফায় ব্রিটিশ নাগরিকদের প্রত্যাবর্তনের তৃতীয় ফ্লাইট ছিল।

ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে তথ্যটি নিশ্চিত করেছেন।

দূতাবাসের কর্মকর্তা জানান, আজ তৃতীয় দফায় শেষ ফ্লাইটে ২৯০ জন ব্রিটিশ নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়া ফ্লাইটি ব্রিটিশ নাগরিকদের নিয়ে লন্ডন বিমানবন্দরে অবতরণ করবে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে যুক্তরাজ্যের এসব নাগরিকের একটি অংশকে সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরিয়ে আনা হয়।

এর আগে প্রথম দফায় চারটি, দ্বিতীয় দফায় পাঁচটি এবং তৃতীয় দফায় আজকের ফ্লাইটসহ মোট ১২টি ফ্লাইটে দুই হাজার ৭৪৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন।

করোনাকালে ঢাকা ছেড়ে যাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে এটি কোনো দেশের নাগরিকদের সর্বোচ্চ সংখ্যা। ব্রিটিশ নাগরিকদের পরে ঢাকা ছেড়ে যাওয়া বিদেশিদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত।

গত ২৫ এপ্রিল ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে তৃতীয় দফায় তিনটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দেয় দেশটির সরকার। সেই ঘোষণায় বলা হয়, তৃতীয় দফায় তিনটি ফ্লাইটে ৯০০ ব্রিটিশ নাগরিক দেশে ফেরানো হবে।

মূলত বাংলাদেশে আটকা পড়া ব্রিটিশ নাগরিকদের আগ্রহের কারণে তৃতীয় দফায় তিনটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার।

(ঢাকাটাইমস/৩১মে/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা