২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা: কামাল পাঠিয়েছিলেন অনেককে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০২০, ১৮:২৫ | প্রকাশিত : ০১ জুন ২০২০, ১৭:১৫

লিবিয়ার নিজদা শহরে ২৬ বাংলাদেশিকে গুলি হত্যার ঘটনায় মানবপাচারকারী চক্রের মূলহোতা কামাল উদ্দিন ওরফে হাজী কামালকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ মে ওই নৃশংস হত্যাকান্ডে নিহত অনেকে কামালের মাধ্যমে লিবিয়ায় গিয়েছিল। দীর্ঘ একযুগ ধরে এই মানবপাচারকারী বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে বিভিন্ন দেশের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপে লোক পাঠাতো।

সোমবার তাকে গ্রেপ্তারের পর মিডিয়ার সামনে আনে র‍্যাব। পরে বিস্তারিত গণমাধ্যমে জানায় এলিট ফোর্সটি।

র‍্যাব জানায়, বিদেশ পাঠানোর পথে চক্রটি পদে পদে লোকদের জিম্মি করত। সেই সঙ্গে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। ২৬ বাংলাদেশিকে গুলি চালিয়ে হত্যা করে তাদের অনেকেই এই কামালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি দিয়েছিল। এমন তথ্য প্রমাণ তারা পেয়েছে।

ইউরােপে উন্নত জীবনের প্রলােভনে অসহায় বাংলাদেশিদের অবৈধভাবে নৌ-পথ, দুর্গম মরুপথ দিয়ে পাচার করা হতো। অবৈধ অভিবাসীদের দুর্বলতার সুযােগ নিয়ে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং শারীরিক নির্যাতন করত চক্রটি।

গ্রেপ্তার কামাল কুখ্যাত দালাল চক্রের অন্যতম মূলহােতা দাবি করেছে র‍্যাব। বাহিনীটি বলছে, সে একযুগে ধরে অবৈধভাবে লিবিয়াতে প্রায় চারশ বাংলাদেশিকে পাঠিয়েছে। লিবিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবৈধভাবে পাঠানো হতো।

টাইলস কাজে প্রলোভন দেখিয়ে লিবিয়া পাঠাত:

মানবপাচারকারী কামাল একজন টাইলস্ কন্ট্রাক্টর। এই কারণে অনেক টাইলস শ্রমিকের সঙ্গে তার সম্পর্ক আছে। এই সুযােগ কাজে লাগিয়ে তিনি শ্রমিকদের লিবিয়া যেতে প্রলোভন দেখাতো। বিশেষ করে- দেশে যারা দৈনিক ৫০০-৮০০ টাকা যারা আয় করে তারা লিবিয়াতে গেলে ৫০০০-৬০০০ টাকা আয় করতে পারবে। তার আশ্বাসে অনেকে সেখানে যেতে রাজি হতো। কামাল প্রথমে তাদের কাছ থেকে এক লাখ টাকা নিত, আর লিবিয়া পৌঁছে বাকি ৪ লাখ টাকা দিতে কাজ করে দিতে বলত। এই ফাঁদে পা দিয়ে যারা সেখানে যেত তারপর চলত নির্মম নির্যাতন। সেই সঙ্গে পাচারকারী দলের সদস্যরা জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় এবং শারীরিক নির্যাতন করত।

নির্যাতনের ভিডিও দেখি টাকা আদায়:

ভুক্তভোগীদের জিম্মি করে তাদেরকে নির্যাতন করা হত। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ভিডিও পরিবারের কাছে পাঠাতো। এছাড়া মােবাইলে পরিবারগুলোর সঙ্গে যােগাযােগ করে টাকা আদায় করত। টাকা দিতে না পারলে পাচারকারীরা হত্যা করে মরদেহ সাগরে ফেলে দিত।

লিবিয়ায় হত্যাকান্ডের পর নিহত ও আহতদের পরিবারের সবাই হাজী কামালকে মুক্তিপণের টাকা দিয়েছে বলে দাবি র‍্যাবের। তারা বলছে, মুক্তিপণের টাকা কামালকে দিয়েও কেউ সন্তানদের ফেরত পাননি। এছাড়া তাকে গ্রেপ্তারের সময় পাওয়া ডায়রীতেও টাকা নেওয়ার তথ্য মিলেছে। তাছাড়া নিজেও স্বীকার করেছে।

(ঢাকাটাইমস/০১জুন/এসএস/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সুন্দরবনে ক্ষয়ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণে পরিবেশ মন্ত্রণালয়ের কমিটি

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

১ কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আছে: মন্ত্রিপরিষদ সচিব

‘গোল্ডেন রাইস-বিটি বেগুন বাণিজ্যের জন্যই করা হয়েছে’

ভোটের আগে-পরে ১৪ দিন বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আরও আলোচনা হবে, সংসদে জনপ্রশাসনমন্ত্রী

বুধবার ১৪১ উপজেলায় সাধারণ ছুটি

সপ্তাহে সাত দিন সরাসরি জেদ্দায় ফ্লাইট যাবে ইউএস-বাংলার, যাত্রা শুরু ১ আগস্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :