করোনায় প্রাণ হারালেন ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২০, ১৫:০৮| আপডেট : ০২ জুন ২০২০, ২০:০৩
অ- অ+

করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল আরো একজন চিকিৎসকের। তার নাম মনজুর রশীদ চৌধুরী। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট। অবসরের পর তিনি ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে রোগী দেখতেন।

মঙ্গলবার ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।

আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক জানান, ১৮ দিন আগে কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. মনজুর রশীদ চৌধুরী।

তিনি বলেন, ‘আমি খুবই মর্মাহত। তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তার সঙ্গে কয়েকবার কথা হয়েছে।’

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পনসিবিলিটিস (এফডিএসআর) এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘ডা. মনজুর রশীদ চৌধুরী গত তিন দিন ধরে হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।’

এফডিএসআরের তথ্য বলছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭১ জন চিকিৎসক।

চিকিৎসক মনজুর রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চিকিৎসকদের সংগঠন এফডিএসআর।

(ঢাকাটাইমস/২জুন/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা