‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলেই সব খুলে দিয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২৩:০৮
অ- অ+
ফাইল ছবি

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার সব কিছু খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে আয়োজিত নাগরিক ঐক্যের অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন।

ফখরুল বলেন, সরকারের কাছে ব্যবসায়ী ও আমলাদের মূল্য যতটা রয়েছে জনগণের মূল্য তার ছিটেফোঁটাও নেই।

বিএনপি মহাসচিব বলেন, সমস্ত সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত, সমন্বয়ের অভাব, সরকারের একটা ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটি ডিপার্টমেন্টের কোনো সমন্বয় নেই। যার ফলে আমরা দেখলাম, এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ফখরুল বলেন, পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন তো সরকারকে সব কিছু খুলে দিতে হবে। তাই করেছে তারা। এখন তাদের কোনো স্থায়ী ভূমিকা দেখা যাবে না।

(ঢাকাটাইমস/০৩জুন/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা