করোনা ঠেকাতে ঢাকায় আসছেন চীনের বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ১৫:৩১
অ- অ+

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সহায়তার জন্য চীনের একটি মেডকেল বিশেষজ্ঞ দল আগামী ৮ জুন বাংলাদেশে আসছে। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ চীনা দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়।

চীনা মেডিকেল বিশেষজ্ঞ দলের ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, চীনের বিশেষজ্ঞরা এ বিষয়ে বাংলাদেশে কাজ করবেন। তাদের ৮ জুন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।’

এদিকে চীনা দূতাবাস দেশটির মেডিকেল বিশেষজ্ঞ দলের ঢাকা সফরের বিষয়টি এক বার্তায় নিশ্চিত করেছে।

চীনা দূতাবাস জানায়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন। ওই দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন।

বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট এবং চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবে।

বার্তায় উল্লেখ করা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের সময় করোনা মোকাবিলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান।

(ঢাকাটাইমস/৪জুন/এনআই/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা