ডিওডোরেন্টের ৫ বিস্ময়কর ব্যবহার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ০৯:৪৬
অ- অ+

গ্রীষ্মের সবচেয়ে প্রয়োজনীয় স্কিনকেয়ার পণ্যের একটি হলো ডিওডোরেন্ট। এটি শরীরে ঘামের সমস্যা সমাধানে ও দুর্গন্ধ দূর করতে ও সতেজ থাকতে সহায়তা করে। তবে আপনি কি জানেন ডিওডোরেন্টের অনেক আশ্চর্যজনক ব্যবহার রয়েছে। ভালো ফল পেতে এটি শরীরের অন্যান্য অংশেও ব্যবহার করা যেতে পারে। চলুন এমন পাঁচটি ভিন্ন উপায় জেনে নিই-

বাথরুম দুর্গন্ধমুক্ত রাখতে: যদি বাথরুমে বেশি গন্ধ হয়ে থাকে তাহলে হাতের কাছে থাকা ডিওডোরেন্ট দিয়েই তা দূর করতে পারেন। বাথরুমের কোনায় ডিওডোরেন্টের মুখ খুলে রেখে দিন। কিছুক্ষণ পরই দুর্গন্ধ দূর হয়ে যাবে।

স্তনের নিচে: গরম আবহাওয়ার কারনে শরীরের যেসব স্থান ঘেমে দুর্গন্ধ ছড়াতে পারে তার একটি হলো স্তনের নিচের জায়গায়। জায়গাটি পরিষ্কার করে সেখানে ডিওডোরেন্ট ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

হাঁটুর ভাজে: বাইরে গেলে গরম আবহাওয়ায় হাঁটুর পেছনে ঘাম হয়। এর থেকে দুর্গন্ধ বের হয়। এখানের ঘাম ও দুর্গন্ধ দূর করতে ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন।

উরুর যত্নে: দুই উরুতে ঘামের সমস্যা দূর করতে ও ফুসকুড়ি প্রতিরোধ করতে হালকাভাবে ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন। এর ফলে উরুর ভাজে জ্বালাপোড়া করবে না এবং ঘেমে দুর্গন্ধ হবে না।

নেইল পলিশ সরাতে: আপনার নখে লাগানো নেইল পলিশ সরাতে চান কিন্তু হাতের কাছে পলিশ রিমুভার নেই। চিন্তা করবেন না নখের ওপর কিছুটা ডিওডোরেন্ট স্প্রে করুন। সমাধান হয়ে যাবে।

ঢাকা টাইমস/০৬জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা