শক্তিশালী ব্যাটারির ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ১০:১২
অ- অ+

নতুন দুই ফোন আনল ইনফিনিক্স। এগুলো হলো ইনফিনিক্স হট নাইন এবং ইনফিনিক্স হট নাইন প্রো। উভয় ফোনেই শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে।

ইনফিনিক্স হট নাইন প্রোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। অন্যদিকে ইনফিনিক্স হট নাইন এ রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। দুটি ফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে হেলিও পি২২ অক্টা-কোর প্রসেসর।

ভারতে ইনফিনিক্স হট ৯ নাইন প্রোর দাম ৯ হাজার ৪৯৯৯ রুপি। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাবে।

উভয় ফোনে ডুয়েল সিম সাপোট থাকছে। এই দুই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর হেলিও পি২২ চিপসেট, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

ইনফিনিক্স হট নাইন প্রোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে ইনফিনিক্স নাইনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই দুই ফোনে রয়েছে ব্লুটুথ ভার্সন ফোর, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, এফএম রেডিও, ইউএসবি ওটিজি, ভিওওয়াইফাই ও মাইক্রো ইউএসবি পোর্ট। দুটি ফোনেই রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

(ঢাকাটাইমস/৬জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা