ফরিদপুরে পদ্মায় নিখোঁজ পাঁচজনের খোঁজ মিলেনি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ১৫:২৯
অ- অ+

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ যাত্রীর খোঁজ মিলেনি। এদিকে তীব্র স্রোতের কারণে ডুবুরিদের উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে ডুবে যায় ইঞ্জিনচালিত ছোট নৌকা। এরপর ওই নৌকার ২১ আরোহী সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় পাঁচজন। তারা সবাই পদ্মার চরে বাদাম তুলতে যাচ্ছিলেন।

সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বলেন, ওই নৌকাডুবির পরপরই স্থানীয়ভাবে স্পিডবোটযোগে উদ্ধার তৎপরতা চালানো হয়। এরপর ঢাকা থেকে আসা ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে বিকাল ৪টায়। দুই ঘণ্টা কাজ চালানোর পর সন্ধ্যার একটু আগে তীব্র স্রোতের কারণে এই উদ্ধার কাজ স্থগিত করা হয়।

ইউএনও জানান, নিখোঁজ ওই শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

(ঢাকাটাইমস/৬জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা