করোনায় ফরিদপুরের সাবেক সেনা সদস্যের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ২০:০৪
অ- অ+

করোনায় মো. রহমতউল্লাহ(৬৮) নামে ফরিদপুরের এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি জেলার মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা মহল্লার বাসিন্দা ছিলেন।

তিনি ২০০৫ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন। সর্বশেষ তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমকর্তা রেজাউল ইসলাম জানান, সাবেক ওই সেনা সদস্যের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে জরুরি চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ ভর্তি হন তিনি। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মধুখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার আনিসুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্যের মৃতদেহ শনিবার বিকেলে পরিপূর্ণ স্বাস্থ্য বিধি মেনে মধুখালী বৈকুন্ঠপুর গোরস্থানে দাফন করা হবে।

ঢাকাটাইমস/৬জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা