বগুড়ায় সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৭:৫৯
অ- অ+

বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি শাকিল নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের আকাশ তারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শাকিল শহরের নারুলী তালপট্টি এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, শাকিল ধাওয়া পাড়া ও নারুলী এলাকায় বালু ব্যবসার পাশাপাশি জুয়ার আসর নিয়ন্ত্রণ করতেন। নারুলী এলাকায় জুয়ার আসর থেকে শাকিল ৩০০০০ টাকা চাঁদা নেয়। এই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার আকাশতারা এলাকায় গিয়ে শাওন ও হাবিব নামে দুইজনকে মারধর করতে থাকে শাকিল। এসময় তাদের সহযোগীরা শাকিলকে রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকাটাইমস/১২জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা