ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৮:৪৩
অ- অ+

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গঙ্গাদাসপুরে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত সাবেদা খাতুন (৫৫) গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ার মন্টু মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মা সাবেদা খাতুন ও ছেলে জামিরুলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সেই দ্বন্দ্বের জেরে মা ও ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে ছেলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মা সাবেদার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সাবেদার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছেলে জামিরুলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১২জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা