চাঁদপুরে ৭৩ জনের করোনা শনাক্ত, তিনজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৯:৫৩

চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৬ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। শুক্রবার বিকালে মোট রিপোর্ট এসেছে ২৭৪টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৩টি। নতুন শনাক্তদের মধ্যে চারজন মৃত।

চাঁদপুরে করোনা উপসর্গে শুক্রবার আরো তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত তিনজন হলেন চাঁদপুরের কৃষি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭), জয়দল চোকদার (৬৩) ও দিবাকর (৭৩)।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৬৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো চাঁদপুর সদরে ১৫৭ জন, ফরিদগঞ্জে ৪৮ জন, হাজীগঞ্জে ৪২ জন, শাহরাস্তিতে ৩৪ জন, মতলব দক্ষিণে ৩০ জন, কচুয়ায় ২৩ জন, মতলব উত্তরে ১৬ জন ও হাইমচরে ১৫ জন।

এছাড়া জেলায় মোট ২৯ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো চাঁদপুর সদরে ১০ জন, হাজীগঞ্জে পাঁচজন, কচুয়ায় চারজন, ফরিদগঞ্জে চারজন, শাহরাস্তিতে তিনজন, মতলব উত্তরে দুজন ও মতলব দক্ষিণে একজন।

(ঢাকাটাইমস/১২জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :