ভালোবেসে ‘কালু’ ডাকা হতো স্যামিকে!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২০, ০৯:০৫| আপডেট : ১৩ জুন ২০২০, ০৯:৩১
অ- অ+

দিন কয়েক আগেই তিনি অভিযোগ করেছিলেন, আইপিএলে খেলতে গিয়ে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় করা যে অভিযোগে প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি একটি শব্দ (কালু) ব্যবহার করেছিলেন, যা কৃষ্ণাঙ্গদের গায়ের রং বোঝাতে ব্যঙ্গার্থে বলা হয়। ফলে তার এই অভিযোগ ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। যারা এই শব্দ প্রয়োগ করতেন, স্যামি তাদের ক্ষমাও চাইতে বলেন। এবার সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে আরও একটি ভিডিও পোস্ট করলেন স্যামি। যেখানে তিনি সুর নরম করে বলেন, তার প্রতি ওই শব্দ প্রয়োগকারী এক ক্রিকেটারের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে তার।

ক্যারিবিয়ান এই ক্রিকেট ব্যক্তিত্বের দাবি, সংশ্লিষ্ট ক্রিকেটার তাকে জানিয়েছেন, ওই শব্দটি তাকে ভালবেসেই প্রয়োগ করা হত। স্যামির কথায়, ‍‘‍এক ক্রিকেটারের সঙ্গে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। আমার সেই বন্ধু আশ্বস্ত করে বলেছে, ওই শব্দটি ও অতীতে আমার প্রতি প্রয়োগ করেছে ভালবেসেই। অসম্মানের কোনও উদ্দেশ্য ছিল না। আমি বন্ধুকেই বিশ্বাস করছি।’

আমেরিকান শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরই বর্ণবাদী ক্ষোভে ফুঁসে উঠে পুরো বিশ্ব, যার জোয়ার ক্রিকেটও লেগেছে। খেলার মাঠেও বর্ণবাদী আচরণের শিকার হতে হয় ক্রিকেটারদের, এমনটাই দাবি করছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তারপরই তোপ দাগেন আরেক ক্যারিবীয় ড্যারেন স্যামি। তার দাবি আইপিএল খেলার সময় অনেক ক্রিকেটাররা তাকে ‘কালু’ বলে সম্মোধন করত, যার অর্থ কালো।

(ঢাকাটাইমস/১৩ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরিফুলের চিকিৎসা সম্পন্ন করলেন ড্যাবের চিকিৎসকরা
র‌্যাব বিলুপ্তি নিয়ে ভাবছি না, এটি সরকার দেখবে: ডিজি
যতই ষড়যন্ত্র হোক আমরা সফল হব ইনশাআল্লাহ: তারেক রহমান
রাজনৈতিক দলগুলোর গুণগত পরিবর্তন জরুরি: এ্যানী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা