ওজন কমায় দারুচিনি দুধ

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২০, ১০:১০
অ- অ+

মসলার গুণাগুণ কমবেশি সবাই জানেন। আর দুধ তো আদর্শ খাবার। মসলার সঙ্গে যদি দুধ মেশানো হয় তবে এর পুষ্টিগুণ বেড়ে যায়। এই পানীয় পানে বাড়ে রোগ-প্রতিরোধ ক্ষমতা।

দুধ ক্যালসিয়ামের উৎস, তার সাথে দারুচিনি মেশালে আপনার মেটাবলিজম মাত্রা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনি পেতে পারেন প্রোটিন, ভিটামিন বি ১২, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, থায়ামিন, ভিটামিন এ এবং সেলিনিয়ম। এছাড়াও এর অন্য বহু পুষ্টিকর গুণ আছে। তাই ছোটো থেকেই শিশুদের মধ্যে এই রকম একটা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন।

আপনি যদি একটা সঠিক পন্থা মেনে চলতে পারেন তবে দুধের শক্তি আরও কয়েক গুণ বৃদ্ধি করা যেতে পারে। এই পানীয়টি যাতে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তোলা যায় তার জন্য কিছু উপায় আপনাদের দেওয়া হল।

দারুচিনির গন্ধটা খুবই সুন্দর তার সঙ্গে এই মশলার স্বাদটাও বেশ ভালো। খাদ্যকে সুস্বাদু ও সুগন্ধ যুক্ত করে তোলার জন্য প্রায়ই রান্নায় এর ব্যবহার করা হয়। তবে এই মশলার মধ্যে যে কত ধরণের স্বাস্থ্য গুণ আছে তা বোধহয় আপনাদের জানা নেই। দুধের সঙ্গে এই মশলা মিলিয়ে নিলে তার জন্য যে আশ্চর্যজনক লাভ হতে পারে তা জানাটা খুবই জরুরি।

প্রতিদিন সুন্দর ঘুমের জন্য

রাতে ঘুমের আগে যদি দুধ পানের অভ্যাস থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আজ থেকেই অভ্যাস করে ফেলুন। তবে অবশ্যই তাতে এক চিমটে দারুচিনি মশলা মেশাতে ভুলবেন না। এতে করে আপনার অনিদ্রা জনিত সমস্যা দূর হবে, আপনি প্রতিদিন রাতে সুন্দর ঘুমের পর সকালে উঠে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

পরিপাক ক্ষমতা বাড়ায়

এক গ্লাস দুধে এক চিমটে দারুচিনি মিশিয়ে নিন, রাতের খাওয়ার পর শুধু দুধের বদলে এই দুধ পান করুন আর দেখুন এর উপকারিতা।আপনার যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে তাহলে এর সাহায্য তার হাত থেকে রেহাই পাবেন, সেই সঙ্গে এই দুধ আপনার খাদ্য পরিপাকে সাহায্য করে। তাই প্রতিদিন শোয়ার আগে এই দুধ পান করুন।

মেটাবোলিজম বৃদ্ধিতে সহায়তা:

দারুচিনি যুক্ত দুধ ওজন কমাতে সাহায্য করে। দুধের সঙ্গে দারুচিনির মিশ্রণ ওজন কমানোর বিষয়ে সুষম আহার বলা যেতে পারে। যারা ওজন কমাতে চান তাদের জন্য এই দুধ রামবানের কাজ করে।

সর্দি-কাশি দূর করে

সর্দি-কাশির জন্য এই মিশ্রণ ওষুধের কাজ করে। গরম দুধের সঙ্গে দারুচিনি এন্টিএক্সিডেন্টের কাজ করে। এই পানীয় আপনাকে সর্দি-কাশির থেকে বাঁচাতে পারে। বহুদিন ধরে শরীরের কোনও বেদনা নিয়ে ভুগলে এর থেকে সহজেই রেহাই পেতে পারেন।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই দুধ খুবই উপকারী। এই দুধ আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত এই দুধ পান করলে অবশ্যই লাভবান হবেন।

কীভাবে তৈরি করবেন দারুচিনি মেশানো দুধ

এক কাপ দুধে এক থেকে দুই চামচ দারুচিনি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন, প্রতিদিন রাতে শোয়ার আগে পান করুন। এই দুধ আপনি খেতেই পারেন, কোনও ক্ষতির সম্ভাবনা নেই, তবে প্রয়োজনে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন।

(ঢাকাটাইমস/১৪জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা