যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২০, ০০:১১
অ- অ+

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এহেসানুল হক ইমু(৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। উপশহরের শিশু হাসপাতালের সামনে রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমু উপশহরের বি-ব্লক এলাকার ইকবাল হোসেন ইকুর ছেলে৷

ইকবাল হোসেন বলেন, তিনি লোক মুখে শুনেছেন রবিবার রাত ৮টার দিকে উপশহর শিশু হাসপাতালের সামনে দুজন দুর্বৃত্ত একে অন্যের সঙ্গে ঝগড়া করছিল। ইমু গিয়ে তাদের ঠেকানোর চেষ্টা করে। এসময় ইমু একজনকে থাপ্পর দেয়৷ এসময় ওই দুজনের একজন ইমুর পেটে ও দুই রানে ছুরি মেরে পালিয়ে যায়৷

পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় ইমুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সার্জারি বিভাগের ইন্টার্ণ চিকিৎসক জান্নাতুল নেছা তাকে মৃত ঘোষণা করেন৷

চিকিৎসক বলেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে৷

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মকলেছুজ্জামান বলেন, আসামির নাম-ঠিকানা উদঘাটনসহ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২২জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা