বাহারাইনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বপন মজুমদার, বাহারাইন
  প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২২:১০
অ- অ+

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটেছে দলের বাহরাইন কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে সংগঠনের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হাশেম এর পরিচালনায় এই অনুষ্ঠান হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি বলেন, গৌরবের এই সংগঠনটি বাংলাদেশ নামক এই দেশটিকে দিয়েছে স্বজাতীয়তা বোধ, স্বাধীনতা এবং বর্তমানে উন্নয়নের অবিরত ধারা। করোনা মহামারিতে বাংলাদেশের দুস্থ মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে দান করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন অভিনাশ পাল, আব্দুল মতিন, বিষ্ণুপদ দেব, আইয়ুব আলী, নজরুল ইসলাম নাহিদ, আবুল হোসেন, নুরুন নবীসহ বিভিন্ন শাখার নেতারা।

আলোচনার শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং মহামারি করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/২৭জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা