কোচের রণনীতি নিয়ে প্রশ্ন সুয়ারেজের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২০, ১৭:৫২
অ- অ+

এবারের লা লিগায় ক্যাম্প ন্যুয়ের বাইরে খেললেই পয়েন্ট নষ্ট করছেন লিওনেল মেসিরা! শনিবার সেল্টা ভিগোর সঙ্গে ২-২ ড্র সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ১০০ ভাগ জয় পেলে এবার এখন পর্যন্ত বাইরের ম্যাচ থেকে বার্সলোনার ৪৮ পয়েন্ট তোলার কথা। সেখানে তারা পেয়েছে ২৩ পয়েন্ট! বাইরের ১৬টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ছ’টিতে। ড্র ও হার পাঁচটি করে।

করোনা মহামারীর কারণে বন্ধ থাকা লিগ ফের শুরু হলে বাইরের তিনটি ম্যাচে মেসিরা অবিশ্বাস্যভাবে পাঁচ পয়েন্ট নষ্ট করেছেন। অথচ গত মৌসুমে বাইরের মাঠ থেকে বার্সা তুলেছিল ৩৯ পয়েন্ট। সেল্টা ভিগোর বিরুদ্ধো জোড়া গোল করেও দলকে জিততে না দেখে লুইস সুয়ারেজ এতটাই হতাশ যে ম্যাচের শেষে বলে ফেললেন, ‘বারবার আমরা বাইরের মাঠে পয়েন্ট নষ্ট করছি। অথচ আগে কখনও এরকম হয়নি।’

সুয়ারেজের কথাতেই পরিষ্কার, ব্যর্থতার দায় খানিকটা হলেও এসে পড়ছে আর্নেস্তো ভালভার্দের জায়গায় দায়িত্ব নেওয়া বার্সেলোনার এখনকার ম্যানেজার কিকে সেতিয়েনের উপর।

উরুগুয়ান তারকা তো বলেই দিয়েছেন, ‘কেন আমরা বারবার বাইরের মাঠে হারছি তা খুঁজে বার করে বিশ্লেষণের দায়িত্বটা কোচের। ওঁকেই বুঝিয়ে দিতে হবে, এভাবে পয়েন্ট নষ্ট বন্ধের জন্য আমাদের কী করতে হবে। বাকি কাজটা আমরা মাঠে নেমে করার চেষ্টা করব।’

কাতালোনিয়ার সেরা ক্লাবে এখন যা ছবি তাতে পরিষ্কার, এবার লা লিগা জিততে না পারলে সেতিয়েনের চাকরি যাওয়া নিশ্চিত। এমনকি মেসিও আগে নতুন কোচের রণকৌশলের সমালোচনা করে বলেছিলেন, ‘এভাবে খেললে এবার বড় সাফল্য আসবে না।’

মেসি অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গে এ কথা বলেছিলেন। কিন্তু এখন যা অবস্থা তাতে লা লিগা জেতাও আর বার্সেলোনার হাতে নেই। সুয়ারেজও সেটাই বলেছেন, ‘সেল্টা ভিগোর বিরুদ্ধে গোল পেয়েছি, দলকেও সাহায্য করেছি। এসবই ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ড্র করায় নিজের উপরই রাগ হচ্ছে। সঙ্গে মারাত্মক হতাশও লাগছে। সেল্টা ভিগোর বিরুদ্ধেও ২ পয়েন্ট নষ্ট করেছি ভাবতেই পারছি না।’

যোগ করেছেন, ‘আমাদের মন ভেঙে যাচ্ছে। বার্সায় এতদিন খেলছি, কিন্তু কখনও এরকম নেতিবাচক ভাবনা কাজ করেনি। আসলে বাইরে এত পয়েন্ট নষ্ট হল যে এখন আর লিগ জেতাটা আমাদের হাতে নেই। অথচ কিছুদিন আগেও সবকিছু আমরাই নিয়্ন্ত্রণ করছিলাম। আর এখন সেখানে রিয়াল মাদ্রিদের পয়েন্ট নষ্ট করার অপেক্ষায় বসে থাকতে হবে। এর চেয়ে খারাপ আর হতাশার কী হতে পারে!’

(ঢাকাটাইমস/২৯ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা