দুর্বলতা কাটেনি জাফরুল্লাহর, কথা বলা নিষেধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২০, ১৯:০৪
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এখনো শারীরিকভাবে বেশ দুর্বল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফুসফুসের প্রদাহের কারণে তার কথা বলা নিষেধ।

মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ‘শারীরিকভাবে দুর্বল হলেও আল্লাহর অশেষ রহমত, মানুষের দোয়া সীমাহীন মানসিক দৃঢ়তার কারণে তিনি লড়াই করে যাচ্ছেন। ‘

করোনা শনাক্তের কিটের অনুমোদন না পাওয়ায় জাফরুল্লাহ চৌধুরী কিছুটা বিষন্ন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে ওষুধ প্রশাসন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কিট উন্নয়নে সহযোগিতা করবে জানতে পেরে তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্র কিটের উন্নয়নে কা্জ করছে জানিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উন্নয়নকৃত কিট অনুমোদন পাওয়ার আশা করছেন ডা. জাফরুল্লাহ।

বিএসএমএমইউ এন্টিজেন কিট পরীক্ষার কাজ শুরু করবে বলেও মনে করেন এই মুক্তিযোদ্ধা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্র শিগগিরই কোভিড-১৯ চিকিৎসার জন্য আইসিইউ চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অসুস্থতার মধ্যেও অর্থ জোগাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালে বসেই গণস্বাস্থের সকল প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন জাফরুল্লাহ চৌধুরী।

(ঢাকাটাইমস/৩০জুন/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা