আমার চেয়েও প্রতিভাবান ছিলেন সুশান্ত: সাইফ আলি খান

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ০৮:৫৩
অ- অ+

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এখনো তাকে নিয়ে বলিউডে শোক শেষ হয়নি। তার প্রতিভা ও বলিউডে স্বজনপ্রীতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এমন অবস্থায় এই প্রথমন সুশান্তকে নিয়ে মন্তব্য করেছেন পাতৌদি নবাব ও অভিনেতা সাইফ আলি খান।

সুশান্ত সম্পর্কে সাইফ এক সাক্ষাৎকারে বলেছেন, সুশান্ত সত্যিই একজন গুণী অভিনেতা এবং খুব সুন্দর দেখতে ছিলেন। সাইফ জানিয়েছেন, তিনি মনে করেছিলেন সুশান্তের ভবিষ্যৎ উজ্জ্বল। ফিল্মের সেটে সুশান্তের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করেছিলেন এবং তার ক্যামিও চরিত্রটি নিয়ে খুব খুশি ছিলেন। সুশান্তের শেষ সিনেমা দিল বেচারার একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সাইফ।

সাইফ জানিয়েছেন, জ্যোতির্বিদ্যা, দর্শনসহ নানা বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসতেন সুশান্ত। এমনকি তিনি মনে করেছিলেন সুশান্ত তার চেয়েও গুণী অভিনেতা।

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুত এর ঝুলন্ত দেহ। ময়নাতদন্তে জানা গেছে, তিনি অবসাদের কারণে আত্মহত্যা করেছেন। তবে তার আত্মহত্যার পেছনে বলিউডের স্বজনপ্রীতিকে দায়ী করেছেন অনেকে।

ঢাকা টাইমস/০৪জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা