বেনাপোলে সোয়া লাখ ডলারসহ তিন হুন্ডি কারবারি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৭:২৪
অ- অ+

যশোর-খাজুরা সড়কের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এক লাখ ১৫ হাজার মার্কিন ডলারসহ তিনজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। উদ্ধার ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা সমমানের।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা প্রেস বিঞপ্তিতে জানান, হুন্ডির কারবারিরা এই অঞ্চলে সক্রিয় রয়েছে। তাদের রোধ করতে বিজিবিও তৎপর। তারই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বিজিবির একটি বিশেষ দল খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কার আটক করে। কারটি বেনাপোল থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। কারটি তল্লাশি করে এক লাখ ১৫ হাজার মার্কিন ডলার উদ্ধার এবং তিনজনকে আটক করে।

আটক তিনজনই বেনাপোল ও শার্শা উপজেলার বাসিন্দা। তারা হলেন, বালুন্ডা গ্রামের শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের মাসুদ রানা (২৮) ও গাজীপুর গ্রামের জাকির হোসেন (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিনজন হুন্ডি ও সোনা চোরাচালানে যুক্ত বলে বিজিবির কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক। এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা