ফিক্সিংয়ের অভিযোগে অনড় শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১০:১৬
অ- অ+

২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিতর্ক থেমেও যেন থামছে না। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ তদন্ত বন্ধ করে দিলেও ম্যাচ গড়পেটার অভিযোগে ফের সরব শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অলুথগামাগে।

শনিবার (০৫ জুলাই) তিনি জানিয়েছেন, ফিক্সিং প্রমাণ করার জন্য আইসিসির হাতে উপযুক্ত তথ্য তুলে দিতে তিনি প্রস্তুত। প্রসঙ্গত, শ্রীলঙ্কা কর্তৃপক্ষের পাশাপাশি আইসিসিও বিশ্বকাপ ফাইনালে গড়াপেটার অভিযোহ নস্যাৎ করে দিয়েছে।

শুক্রবারই শ্রীলঙ্কার পুলিশ ঘোষণা করে, উপযুক্ত তথ্যের অভাবে তদন্ত বন্ধ করা হল। প্রাক্তন নির্বাচক-প্রধান অরবিন্দ ডি’সিলভা, প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গকারা, মাহেলা জয়বর্ধনে ও উপুল থরাঙ্গাকে জেরা করার পরে প্রশাসনের কাছে উপযুক্ত কোনও তথ্য আসেনি, যার ভিত্তিতে গড়পেটা প্রমাণ করা যায়, এমনই জানায় পুলিশ।

আইসিসির দুর্নীতি-দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শালও জানিয়ে দিয়েছেন, তারা এমন কোনও ইঙ্গিত পাননি যার ভিত্তিতে এ বিষয়ে তদন্ত করা যায়। কিন্তু শনিবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ফের দাবি করেছেন, ‘শ্রীলঙ্কার পুলিশ একেবারেই সক্রিয় ভূমিকা নেয়নি।’

(ঢাকাটাইমস/০৫ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা