করোনায় সাভারের শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৩:৩৬| আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৩:৫৫
অ- অ+

করোনায় জি রোজারিও (৪৯) নামে সাভারের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সাভারের ধরেন্ড ধর্মপল্লীর রাজাসন গ্রামের সুশীল রোজারিওর ছেলে। সাভারের সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন তিনি। গত শনিবার রাতে রাজধানীর স্কয়ার হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় মৃত্যু হওয়া শিক্ষক জি রোজারিওর মরদেহ সৎকারের প্রস্তুতি চলছে।

তিনি শিক্ষকতা ছাড়াও নয়ন গিলবার্ট রোজারিও ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ধরেন্ডা ধর্মপল্লীর যুব সংগঠন ধরেন্ডা মিশন তরুণ সংঘের উপদেষ্টা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিক্ষক জি রোজারিও অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৬ জুন রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। পরে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তাকে ভর্তির পর অবস্থার অবনতি হলে পরবর্তীতে স্কয়ার হাসাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/৫জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা