সেরা অভিনেতার পুরস্কার ফেরালেন জিৎ

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৫:৫৭
অ- অ+

লাদাখ সীমান্তে উত্তেজনার কারণে চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। দেশটির অভিনেতা-অভিনেত্রীরাও চীনা পণ্য ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ।

ডিজিটাল অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের জন্য তার নামটি নির্বাচিত হয়। কিন্তু সেই পুরস্কার তিনি ফিরিয়ে দিয়েছেন। কারণ অনুষ্ঠানটির স্পন্সর করেছে একটি চীনা সংস্থা। তাই এই পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিৎ।

নিজেই সামাজিক মাধ্যমে ঘটনার কথা শেয়ার করেছেন তিনি। একটি ভিডিও পোস্টে জিৎ বলেছেন, 'ভোটিংয়ের মাধ্যমে ডিজিটাল আমাকে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত করা হয়। যারা নিজেদের সময় ব্যয় করে আমায় ভোট দিয়েছিলেন সেই অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু অনেকেই জানেন না হয়তো, এই অনুষ্ঠানটি সঙ্গে যুক্ত রয়েছে একটি চিনা সংস্থা। আমার নিজের কোনো অভিযোগ নেই। কিন্তু যেহেতু চীনের সঙ্গে আমার দেশের সম্পর্ক এখন ভালো যাচ্ছে না এবং আমাদের সীমান্তে সেনারা শহীদ হচ্ছেন তাই এই পুরস্কার নিতে আমার ইচ্ছে করেনি।'

তিনি বলেন, 'সীমান্তে গিয়ে আমরা লড়তে পারবো না কিন্তু নিজেদের দেশের জন্য এটুকু করতেই পারি। যতদিন না দেশের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে আমি ততদিন এই পুরস্কার নিতে পারবো না। আশা করছি আপনারা আমাকে বুঝবেন। আপনাদের ভালোবাসাই আমার কাছে বিরাট পুরস্কার।'

প্রসঙ্গত, গত ২৯ জুন টিক টক সহ ৫৯ টি চাইনিজ অ্যাপস বন্ধ করে দেয় ভারত সরকার। লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের সংঘর্ষের পর এমন সিদ্ধান্ত নেই ভারত। ওই সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হন।

ঢাকা টাইমস/০৫জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা