পদ্মায় নৌকাডুবি: মিলল তিনজনের মরদেহ, নিখোঁজ ১

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ২৩:০২| আপডেট : ০৮ জুলাই ২০২০, ২৩:১৭
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো জুয়েল শ্রমিক নদীতে নিখোঁজ রয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

মৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউননিয়নের জামালপুর গ্রামের রঞ্জিতের ছেলে জুবায়ের ওরফে জুবা (৩২), একই এলাকার আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম এবং নজুর ছেলে জাকির (২৫)।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মরদেহ তিনটি উদ্ধার করে পাবনা ফায়ার সার্ভিস।

পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, মঙ্গলবার সকালে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধারে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। বুধবার দুপুর ১টায় শরিফুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। বেলা তিনটার দিকে প্রথম মরদেহ থেকে প্রায় ২শ গজ দূর থেকে জুবা নামে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় জাকির নামে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তিনজনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে আজকের উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার আবারো উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকালে পদ্মা নদীর চর সাদিপুর এলাকায় নৌকাডুবে যাওয়ার ঘটনায় ১৩ জনের মধ্যে ৯ জন শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হলেও সাঁতার না জানায় চারজন পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এখনো নিখোঁজ রয়েছেন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০)।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের কেউ অপরাধ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা