যেসব কারণে বেশিরভাগ টয়লেট টিস্যু সাদা রঙের হয়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১১:১৩
অ- অ+

বহুল ব্যবহৃত একটি পণ্য হলো টয়লেট টিস্যু। বাজার থেকে প্রয়োজন হলেই টয়লেট টিস্যু কিনে আনেন। কিন্তু কখনো ভেবেছেন কি বেশিরভাগ ক্ষেত্রে টয়লেট টিস্যু সাদা রঙের হয় কেন? আপনি মনে করতে পারেন সাদা হলে পরিস্কার করতে ভালো এ কারণে তবে এর পেছনে বৈজ্ঞানিক ও কিছু ব্যবসায়ীক কারণও রয়েছে। চলুন সেগুলো জেনে নিই-

প্রথম কারণ

টয়লেট টিস্যু সাদা রঙের হওয়ার প্রথম কারণ হলো এটি তৈরির সময় ব্লিচ করা হয়েছে। ব্লিচ করা না হলে টিস্যু কাগজটি বাদামি রঙের হতো। যেসব কোম্পানি টিস্যু তৈরি করে তারা রঙিন টিস্যুর পেছনে বিনিয়োগ করে না। কারণ রঙিন টিস্যু করতে গেলে খরচ বেশি হবে এবং দামও বেড়ে যাবে।

দ্বিতীয় কারণ

উপরোক্ত ব্যবহারিক কারণ ছাড়াও আরও একটি কারণ রয়েছে তা হলো পরিবেশ-বান্ধব। সাদা রঙের টিস্যু রঙিন টিস্যুর চেয়ে দ্রুত পচে যায়। টিস্যু তৈরির সময় এটিকে হাইড্রোজেন পারক্সাইড বা ক্লোরিন দিয়ে ব্লিচ করা হয়। এই প্রক্রিয়াটি পদার্থের লিগিনিন সরিয়ে কাগজকে নরম করে তোলা।

তৃতীয় কারণ

এমন অনেক কোম্পানি রয়েছে যারা রঙিন বা মুদ্রিত টয়লেট টিস্যু তৈরি করে। তবে স্বাস্থ্যগত ঝুঁকির কারণে কেবলমাত্র সাদা টয়লেট পেপার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ঢাকা টাইমস/০৯জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা