ঝিনাইদহে একসঙ্গে দম্পতির বিষপান, একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ২০:০৮
অ- অ+

ঝিনাইদহের শৈলকুপায় একসঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন লাইলী ও সাইফুল ইসলাম নামে এক দম্পতি। এতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলা শহরের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাইফুল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মইজ উদ্দিন শেখের ছেলে। তিনি একজন ভ্যানচালক ছিলেন। তিনি বালিয়াডাঙা গ্রামের মৃত আইন মন্ডলের জামাই। তিনি ওই গ্রামেই বসবাস করতেন।

নিহতের মেয়ে মেরিনা খাতুন জানান, পারিবারিক বিষয় নিয়ে তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হত। শুক্রবারও তাদের ঝগড়া হয়। এরই জেরে অভিমান করে তার বাবা বিষপান করেন। পরে তার মাও একই কাজ করেন। এরপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বিষমুক্ত করার পরও চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়। আর মা চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঢাকাটাইমস/১১জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা