সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১৭:০২
অ- অ+

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে জান্নাতুল আখতার সাবা(৩) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাবা সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সেনা সদস্য নূর হোসেনের মেয়ে।

শনিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ গ্রামে নানা হাফিজুর রহমানের বাড়িতে মায়ের সঙ্গে সাবা জান্নাত কিছুদিন ধরে বেড়াতে আসে। শনিবার বিকালে বারান্দায় খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজি করে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশেই পানিতে তার লাশ ভেসে ওঠে।

স্থানীয় ইউপি সদস্য মিরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে সবার অগোচরে সে বন্যার পানিতে পড়ে ডুবে মারা যায়। দুর্ঘটনার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। রাতে তাকে দাফনের জন্য সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা